অষ্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতলো ভারত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৬ ১৮:৪১:১৯


নিজেদের মাঠে ভারতকে ২য় টি-টোয়েন্টিতে ১৯৫ রানের বড় লক্ষ্য দেয় অষ্ট্রেলিয়া।তবে শেষের ঝড়ে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ এমনই এলোমেলো করে দিয়ে ২ বল হাতে রেখেই সহজে রান তাড়া করে ফেলল ভারত। ম্যাচটা তারা জিতল ৬ উইকেটের বড় ব্যবধানে।

সিডনিতে এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে বিরাট কোহলির দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা জিতেছিল ১১ রানে।

বড় লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরু থেকেই মারমুখী ছিল ভারত। লোকেশ রাহুল (২২ বলে ৩০), শিখর ধাওয়ান (৩৬ বলে ৫২), বিরাট কোহলিরা (২৪ বলে ৪০) দলের প্রয়োজন মিটিয়েই খেলেছেন।

তবে ১৭তম ওভারের প্রথম বলেই কোহলি আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু সেই চাপ উৎড়ে ঠিকই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন হার্দিক পান্ডিয়া আর শ্রেয়াস আয়ার।

পঞ্চম উইকেটে এই যুগল ২১ বলে গড়ে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি। যে জুটিতে বড় অবদান হার্দিকেরই। ২২ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন হার্দিক। ৫ বলে ১টি করে চার-ছক্কায় ১২ রান করেন আয়ার।

সানবিডি/এনজে/৬:৪০/০৬.১২.২০২০