শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
ক্ষমতাসীনদের ভরাডুবির তথ্য আছে: খালেদা
প্রকাশিত - ডিসেম্বর ২৭, ২০১৫ ২:৪৪ পিএম![]()
আসন্ন পৌর নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্বাচনে মাঠের সত্যিকার জরিপে ক্ষমতাসীনদের ভরাডুবির তথ্য আমার কাছে আছে। সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন হলে ৮০ ভাগ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন।
রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে সরকার নিজেদের পক্ষে যে জরিপের কথা বলছে তা সঠিক নয়। তাদের জরিপ ভরাডুবির জরিপ।
সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাসীনরা তাদের বলয়ের বাইরের ভিন্ন মতের অস্তিত্ব রাখতে চায় না। সরকার বাড়ি-ঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট থেকে ভোটের অধিকার পর্যন্ত দখল করে নিয়েছে।
তিনি বলেন, পৌরসভা নির্বাচনে সারাদেশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সবাই যখন দেখেছেন ভোটে ধানের শীষ আছে, উৎসবের আমেজ আরো বেড়ে গেছে। সবাই অপেক্ষা করছেন ধানের শীষৈ ভোট দেবেন বলে।
এসময় পৌর নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে যেতে দেয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, শোনা যাচ্ছে এবার নির্বাচনে সাংবাদিকেরা কেন্দ্রের ভেতরে যেতে পারবেন না। এটার লক্ষ্য পরিষ্কার। চুরি করার জন্য সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না।
বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন- সাংবাদিক নেতা এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধানসহ সংগঠনের সারাদেশর সাংবাদিক নেতারা।
এসময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুল মান্নান, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.