অর্থনীতি চাঙা রাখার চেষ্টা করতে হবে: আতিউর রহমান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৬ ১৯:৩৩:২৬


দেশের শিল্প খাতে কর্মসংস্থান ধরে রাখতে আরও এক দফা ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। এ বিষয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার মধ্য দিয়ে অর্থনীতি চাঙা রাখার চেষ্টা করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ যেন অর্থনীতিকে কাবু করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।’

আজ রবিবার (৬ ডিসেম্বর) এসএমই ফাউন্ডেশন আয়োজিত অর্থনৈতিক প্রতিবেদকদের জন্য আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সাবেক এই গভর্নর বলেন, ‘কর্মসংস্থান ধরে রাখতে শিল্প খাতের জন্য আরও এক দফা ঋণ দিতে হবে।’ একইসঙ্গে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) প্রণোদনা বাড়ানো ও সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানান। পাশাপাশি ঋণ পরিশোধের সময় বাড়ানোরও দাবি জানান তিনি।

এসময় আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক সম্প্রতি অনুমোদন দিয়েছে যে, সিটি ব্যাংক ও বিকাশ মিলে ১০ হাজার টাকার ছোট ঋণ এসএমইকে দিতে পারে। এটি মাত্র তিন মিনিটে অনুমোদন হয়ে যায়। এই অভিজ্ঞতা ইতিবাচক হয়ে থাকলে ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য মোবাইল ব্যাংকিংয়ের ক্যাশ ফ্লোর হিসাব দেখে ই-কেওয়াইসি নিয়ে ১০, ২০, ৩০ হাজার টাকার মতো ঋণ দেওয়া যেতে পারে। ছয় মাস, এক বছরের জন্য এই ঋণ দেওয়া যেতে পারে।’

সানবিডি/এনজে/৭:৩১/০৬.১২.২০২০