বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিন সকালে বিমানবন্দরের ৩২ নং বে-তে রওনা দেওয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে দাড়িয়েছিল বিমানটি।
সেই সময় জেট এয়ার ওয়েজের একটি বাস ধাক্কা মারে ওই বিমানে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ইঞ্জিন। ঘটনাস্থালে বিমান সংস্থার উচ্চপদস্থ কর্তারা পৌঁছেছে। দূর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে ওই বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে।
জেট এয়ার ওয়েজের ওই বাসের চালক মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। যদিও পরে ওই বাসের চালকের মেডিক্যাল পরীক্ষা করা হলে জানা যায়, সে মদ্যপ অবস্থায় ছিল না। রাত-দিন টানা ডিউটি করে শারীরিকভাবে ক্লান্ত ছিলেন। বাস চালানোর সময় কোনওভাবে আছন্ন হ্যেব পড়াতেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস