প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চ শিক্ষার পথ সুগম করতে চায় ভারতের পারুল ইউনিভার্সিটি। গুজরাটে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টি এ জন্য যে কোনো বিষয়ে পড়াশুনার ক্ষেত্রে বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে ৫০ শতাংশ ছাড় দেবে।
রোববার সকালে রাজধানীর বিজয়নগরে অবস্থিত চায়না গার্ডেন রেষ্টুরেন্টে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিসার জেমস মার্টিন এবং ভানদিত আনজারিয়া।
অনুষ্ঠানে জানানো হয়, ২০০২ সালে বিশ্ববিদ্যালয়টি ভারতের গুজরাটে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা এবং খ্যাতি অর্জন করেছে। এতে বর্তমানে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করছেন। এর মধ্যে প্রায় ৩০০ বিদেশি শিক্ষার্থী রয়েছেন। যেখানে বাংলাদেশের তিনজন শিক্ষার্থী পড়াশুনা করছেন। ২৫টি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা আরো বাড়াতে চায়। কারণ হিসেবে সংবাদ সম্মেলনে বলা হয়, পড়াশুনার সিলেবাস বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ জন্য বাংলাদেশসহ এশিয়ার সকল দেশের শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষেত্রে টিউশন ফির ওপর ৫০ শতাংশ ছাড় দেবে বিশ্ববিদ্যালয়টি।
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তিবিষয়ক যে কোনো যোগাযোগের সুবিধার্থে আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় একটি অ্যাডমিশন অফিস নেওয়া হবে বলে জানানো হয়।
সানবিডি/ঢাকা/এসএস