টেস্ট র‌্যাংকিংয়ে কোহলির সঙ্গে বসলেন উইলিয়ামসন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৭ ১৬:৫৮:১১


নিউজিল্যান্ডের হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলার পর আইসিসির টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে চার থেকে দুই নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

দুই নম্বর অবস্থানে অবশ্য তিনি একাই নন। জায়গাটি ভাগাভাগি করতে হচ্ছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। ৮৮৬ রেটিং পয়েন্ট দুজনেরই। ক্যারিবীয়দের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের আগে উইলিয়ামসনের রেটিং ছিল ৮১২। অর্থাৎ ৭৪ পয়েন্ট সংগ্রহ করেছেন কিউই দলপতি।

ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে উইলিয়ামসনের সতীর্থ ব্যাটসম্যান টম লাথামেরও। ৮৬ রানের ইনিংসে ক্যারিয়ারসেরা ৭৩৩ রেটিং পয়েন্ট এখন এই ব্যাটসম্যানের। তালিকায় দশ নম্বরে উঠে এসেছেন তিনি।

সানবিডি/এনজে/৫:০০/০৭.১২.২০২০