টানা তিন বছর খেলাপি ঋণের শীর্ষে জনতা ব্যাংক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৭ ১৭:৪০:০৫

টানা তিন বছর ধরে খেলাপি ঋণের শীর্ষ অবস্থান ধরে রেখেছে জনতা ব্যাংক।গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ১৩ হাজার ৯২০ কোটি ৮৫ লাখ টাকা। কিছুদিন আগে অন্তত আরও ১০ হাজার কোটি টাকা বেশি ছিল ব্যাংকটির খেলাপি ঋণ। পুনঃতফসিল ও অবলোপন করে এর অধিকাংশই কমিয়ে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, ঋণ জালিয়াতির কারণে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় আছে জনতা ব্যাংক। এই ব্যাংকের শীর্ষ খেলাপির মধ্যে আছে অ্যানন টেক্স গ্রুপ। প্রতিষ্ঠানটি জালিয়াতি করে প্রায় ১০ হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,বিগত ২০১৭ সালের ডিসেম্বর মাসে এই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ৮১৮ কোটি টাকা। ২০১৮, ২০১৯ ও ২০২০ এই তিন বছর শীর্ষ খেলাপি ঋণের রেকর্ড ধরে রাখে ব্যাংকটি। তবে করোনা পরিস্থিতি ব্যাংকটির জন্য অনেকটা সুখবর নিয়ে আসে বলা যায়। আদায় না করেই খেলাপি ঋণ কমিয়ে ফেলেছে ব্যাংকটি। এক্ষেত্রে ঋণ পুনঃতফসিল ও অবলোপন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
সানবিডি/এনজে/৫:৪০/০৭.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













