অবশেষে মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৭ ২০:১৮:২৮


পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদে ছিলেন তখন লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে নিয়মিতই লড়াই জমতো। সময়ের দুই বিশ্বসেরা ফুটবলার ন্যু ক্যাম্পে কতবারই না মুখোমুখি হয়েছেন! রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ার পর বড় এক শূন্যতা তৈরি হয়েছে লা লিগায়। সেই জমজমাট লড়াইয়ের যে আর দেখা মিলছে না!

এবার আবারও মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে মেসি আর রোনালদোকে। সেটা চ্যাম্পিয়নস লিগের সুবাদে। মঙ্গলবার রাতে বার্সেলোনার বিপক্ষে লড়বে জুভেন্টাস।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে দুই দেশের দুই ক্লাব পড়েছে একই গ্রুপে। ফলে এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা।

প্রথম সাক্ষাতে অবশ্য দুজনের দেখা হয়নি। সে সময় রোনালদো করোনা আক্রান্ত ছিলেন। রোনালদোকে ছাড়া খেলতে নেমে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল জুভেন্টাস। পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি।

সানবিডি/এনজে/৮:১৬/০৭.১২.২০২০