চলমান মহামারি করোনাভাইরাসের মধ্যে ভারতের বাজারে পানীয় পণ্যটির দাম কিছুটা বেশি রয়েছে। অন্যদিকে আফ্রিকার দেশ কেনিয়ায় পানীয় পণ্যটির দাম অনেক কমে গেছে। এ পরিস্থিতিতে অর্থনীতির রীতি মেনে ক্রেতারা চা আমদানিতে ভারতের তুলনায় কেনিয়াকে প্রাধান্য দিচ্ছে বেশি। ফলে কেনিয়ার কাছে বাজার হারানোর শঙ্কায় রয়েছেন ভারতীয় চা রফতানিকারকরা। খবর ইকোনমিক টাইমস।
বর্তমানে বিশ্বে চা উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। পানীয় পণ্যটির শীর্ষ উৎপাদনকারীদের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কেনিয়া। অন্যদিকে কেনিয়া বিশ্বের চতুর্থ শীর্ষ চা রফতানিকারক দেশ। স্বাভাবিকভাবেই চায়ের বৈশ্বিক রফতানি বাণিজ্যে ভারত ও কেনিয়ার মধ্যে আগে থেকেই প্রতিযোগিতা ছিল। করোনা মহামারীর মধ্যে এ প্রতিযোগিতা আরো জোরালো হয়েছে।
উভয় দেশে চায়ের দামে তুলনামূলক বিশ্লেষণ করলে বিদ্যমান প্রতিযোগিতার মাহাত্ম্য ও ভারতের উদ্বেগের জায়গাটা স্পষ্ট হবে। টি বোর্ড অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত নভেম্বরে ভারতের বাজারে রফতানিযোগ্য সিটিসি (মিনিমাইজ, টিয়ার, কার্ল) গ্রেডের চায়ের গড় দাম দাঁড়িয়েছে কেজিপ্রতি ২১৫ রুপি (ভারতীয় মুদ্রা), যা আগের মাসের তুলনায় ১৩ শতাংশ। তবে এর আগের মাসে ভারতে পানীয় পণ্যটির গড় দাম ছিল কেজিপ্রতি ২৪৭ রুপি। করোনা মহামারীর মধ্যে টানা ঊর্ধ্বমুখী থাকার পর নভেম্বরে কমে এলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, এখনো ভারতের বাজারে চায়ের দাম বাড়তি রয়েছে।
অন্যদিকে কেনিয়ার বাজারে টানা ১১ সপ্তাহ ধরে প্রতি কেজি চায়ের গড় দাম ২ ডলারের নিচে রয়েছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে দেশটিতে পানীয় পণ্যটির গড় দাম দাঁড়িয়েছে কেজিপ্রতি ১ ডলার ৯০ সেন্টে, ভারতীয় মুদ্রায় যা ১৪১ দশমিক ৫৫ রুপি। এর আগের সপ্তাহে কেনিয়ায় প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১ ডলার ৯২ সেন্ট।
অর্থাৎ ভারতের বাজারে যেখানে এক কেজি চা কিনতে ২১৫ রুপি ব্যয় করতে হচ্ছে, সেখানে কেনিয়ায় সাকল্যে ১৪১ রুপিতে প্রতি কেজি চা কেনা যাচ্ছে। মূলত এ কারণে আমদানিকারকরা ভারতের তুলনায় কেনিয়াকে চায়ের নির্ভরশীল বাজার বিবেচনা করতে শুরু করেছেন। কেননা তারা ভারতের তুলনায় কম দামে এবং প্রায় একই মানের চা কেনিয়া থেকে আমদানি করতে পারছেন। মানেও ছাড় দিতে হচ্ছে না। দামেও অর্থ সাশ্রয় হচ্ছে।
সানবিডি/এনজে/২:১১/০৭.১২.২০২০