সোনারগাঁয়ে বাল্কহেড শ্রমিক নিখোঁজ
প্রকাশ: ২০১৫-১২-২৭ ১৮:২১:৫৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকায় রোববার দুপুরে বাল্কহেড ও মালবাহী কার্গোর সংঘর্ষে এক শ্রমিক নিখোজঁ রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মেঘনা নদীর চর কিশোরগঞ্জ এলাকায় এম ভি এন্টারপ্রাইজ বাল্কহেড বালু ভরাট করে নারায়ণগঞ্জে যাওয়ার সময় বীপরতি গামী মালবাহী কার্গো ধাক্কা দিলে সাতজন শ্রমিক সহ বাল্কহেড ডুবে যায়। বাল্কহেডে থাকা ছয়জন শ্রমিক সাতরিয়ে নদীর পাড়ে উঠতে পারলেও অজ্ঞাত শ্রমিক (৩০) পানিতে তলিয়ে গিয়ে নিখোজঁ হয়। নিখোজঁ হওয়ার পর থেকে ওই শ্রমিককে খুজেঁ পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, মালবাহী কার্গো ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় এক শ্রমিক নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে।
সানিবডি/ঢাকা/জালাল/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













