
জনগণের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিতরণ প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সেবা নিয়ে জনগণের কাছে যেতে হবে। দেশের ৯৯ ভাগ জনগণ বিদ্যুতায়নের আওতায় এসেছে। এই ডিসেম্বরেই গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হবে।
আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অফগ্রিড চরাঞ্চলসমূহে নেসকো লি. এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, চর এলাকায় বা অফগ্রিড এলাকায় বিদ্যুতায়ন কিছুটা পিছিয়ে থাকলেও মুজিববর্ষেই তা সম্পন্ন করা হবে। বিতরণ কম্পানি যেসকল সেবা প্রদান করেন তা দ্রুত জনগণ ও গ্রাহকদের জানান।
সানবিডি/এনজে/৬:১৭/০৮.১২.২০২০