মধ্যরাতে মাঠে নামছে বিজিবি
প্রকাশ: ২০১৫-১২-২৭ ১৯:৩৩:৩৭

পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ মধ্যরাত থেকে পাঁচ দিন মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রবিবার বিকালে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ তথ্য জানান।
তিনি জানান, যেসব পৌরসভায় নির্বাচন হবে তার সবগুলোতেই বিজিবি মোতায়েন করা হবে। ভোট গ্রহণের দিনসহ আগে ও পরে দুদিন করে মোট পাঁচদিন বিজিবি মোতায়েন করা হবে। সে হিসেবে রবিবার মধ্যরাত থেকে মাঠে নামবে বিজিবি। থাকবে ১ জানুয়ারি পর্যন্ত।
শাহনেওয়াজ জানান, যেসব পৌরসভায় ভোটার সংখ্যা এক লাখের বেশি সেসব পৌরসভায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে। আর যেসব পৌরসভায় ভোটার সংখ্যা এক লাখের কম- সেসব পৌরসভাগুলোতে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২৯ পৌরসভায় বিজিবি মোতয়েন করা হবে। উপকূলীয় পৌরসভাগুলোতে বিজিবি মোতায়েন হচ্ছে না। এসব এলাকায় বিজিবির পরিবর্তে কোস্ট গার্ড মোতায়েন করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













