এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়ালো সৌদি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৯ ১৪:১৬:৩০


শুধুমাত্র এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে জ্বালানি পণ্যটির শীর্ষ রফতানিকারক দেশ সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস ও রয়টার্স।

এ বিষয়ে সৌদি আরামকো জানিয়েছে, আসন্ন ২০২১ সালের জানুয়ারিতে এশিয়ার দেশগুলো সৌদি আরবের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনতে গেলে আরব লাইট ক্রুডের ক্ষেত্রে চলতি ডিসেম্বরের তুলনায় ব্যারেলপ্রতি বাড়তি ৮০ সেন্ট গুনতে হবে। এর মধ্য দিয়ে আরব লাইট ক্রুডের দাম ওমান/দুবাই গ্রেডের তুলনায় ব্যারেলপ্রতি ৩০ সেন্ট বাড়তি থাকবে।

তবে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার দেশগুলোর জন্য বাড়ালেও যুক্তরাষ্ট্রের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমিয়েছে সৌদি আরামকো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারিতে আরব লাইট ক্রুডের ক্ষেত্রে মার্কিন ক্রেতাদের ডিসেম্বরের তুলনায় ব্যারেলপ্রতি ৩০ সেন্ট কম পরিশোধ করতে হবে।

মহামারি করোনাকালীন সময়ে এশিয়ার দেশগুলোর সঙ্গে জ্বালানি তেল ব্যবসা জোরদার করেছে সৌদি আরব। চীন, ভারতসহ বেশির ভাগ দেশে সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে। দাম তুলনামূলক কম থাকার সুযোগ কাজে লাগিয়ে এশিয়ার দেশগুলোও বাড়তি জ্বালানি তেল আমদানি করেছে।

সানবিডি/এনজে/২:১৬/০৯.১২.২০২০