রাতে শীতবস্ত্র বিতরণ করলেন প্রবাসী ফুটবলার তারিক কাজী
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১২-০৯ ১৬:০১:৪২

ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী জামাল ভুইয়ার পর প্রবাসী ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশী নজড় কেড়েছেন। ফিনল্যান্ডের মায়া ত্যাগ করে বাংলাদেশে এসে পাড়ি জমিয়েছেন এই ডিফেন্ডার।
ফিনল্যান্ড অ-১৭ ও অ-১৯ দলে খেলা তারিকের সে দেশের শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ থাকা সত্ত্বেও তিনি চলে এসেছেন এ দেশে।
বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন তিনি, এছাড়া বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডেও ডাক পেয়ে গেছেন। ইঞ্জুরির কারণে জাতীয় দলের অভিষেক হওয়াতে কিছুটা বিলম্ব হচ্ছে।
ঢাকার বুকে শীতের আগমনে এই প্রবাসী ফুটবলার আর ঘরে বসে থাকতে পারেনি। দেশে অনেকে আছেন যারা শীত বস্ত্র পায় না। শীতার্তদের জন্য এবার মনের দরজাটা খুলে দিলেন প্রবাসী ফুটবলার তারিক কাজী।
গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় শীতার্তদের মাঝে ৫০ টি কম্বল ও বিভিন্ন ধরনের খাবার সমগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন। তারেক কাজী তার নিজের ফেসবুকে পেইজে কম্বল বিতরণের ছবি পোষ্ট করেন। এর পর থেকেই নেটিজিনদের মাঝে প্রশংসার জোয়ার বইছে।
সানবিডি/নাজমুল/০৩:৪৯/০৯.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












