প্রাইম ব্যাংকের এমডি’র পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১২-০৯ ১৬:৩৪:০৯


ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী রোববার (১৩ ডিসেম্বর) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাহেল আহমেদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন করে তার মেয়াদ বাড়ানো হচ্ছে না এটি তিনি জানতে পেরেছিলেন। তাই মেয়াদ শেষের কয়েকদিন আগেই তিনি পদত্যাগ করলেন।

জানা গেছে, রাহেল আহমেদ ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিন বছরের জন্য প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান। সে হিসেবে ১৩ ডিসেম্বর তার এমডি মেয়াদের শেষ দিন। এম‌ডি নিয়োগ হওয়ার আগে রাহেল আহমেদ প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন।