খুলনাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো ঢাকা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১০ ১৭:০৩:৫৭

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রত্যাবর্তনের এক নতুন কাব্য রচনা করল বেক্সিমকো ঢাকা। কাপে নিজেদের প্রথম তিন ম্যাচই হেরে ধুঁকছিল মুশফিকুর রহিমের দল। তারপর টানা চার ম্যাচ জিতে সেই দলটিই এখন প্লে-অফে! তারকাসমৃদ্ধ জেমকন খুলনাকে আজ ২০ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ঢাকা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হলো ঢাকার। দলটির আরও এক ম্যাচ বাকি। ফলে বর্তমান ৮ পয়েন্টকে বাড়িয়ে সেরা দুই দলের একটি হয়ে প্রথম পর্ব শেষ করার সুযোগও রয়েছে মুশফিকের দলের।
সানবিডি/এনজে/৫:০২/১০.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












