ভারতে সরবরাহ বাড়ায় কমছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১২ ১৪:১০:২৮

ভারতের বাজারগুলোতে আগের তুলনায় বেড়েছে পেঁয়াজের সরবরাহ।এ জন্য দেশটিতে কমেছে পণ্যটির দাম। সরবরাহের এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোয় ভারতের বাজারে পেঁয়াজের দাম আরো কমতে পারে। এ পরিস্থিতিতে পেঁয়াজ রফতানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রতি আর্জি খাতসংশ্লিষ্টদের। খবর ফ্রেশপ্লাজাডটকম।
এ বিষয়ে দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে মহারাষ্ট্রের মান্দির পাইকারি বাজারে ২ লাখ ২৮ হাজার টন পেঁয়াজ সরবরাহ হয়েছে। এর আগের মাসে বাজারে সব মিলিয়ে ১ লাখ ৫৬ হাজার টন পেঁয়াজ সরবরাহ হয়েছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে ভারতের পাইকারি বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে ৭২ হাজার টন। এমনকি ডিসেম্বরের প্রথম ১০ দিনে এ বাজারে ৫২ হাজার টন পেঁয়াজ সরবরাহ হয়েছে। মহারাষ্ট্রের লাসালগাঁওয়ের মান্দিতে পেঁয়াজ বেচাকেনার এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাইকারি কেন্দ্রের অবস্থান।
গত ২০ অক্টোবর মান্দির পাইকারি বাজারে পেঁয়াজের দাম সর্বোচ্চে উঠেছিল। এর পর থেকে সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্যটির দাম কমে এসেছে। গত দেড় মাসে ভারতে পেঁয়াজের দাম প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানান লাসালগাঁও এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটির (এপিএমসি) চেয়ারম্যান সুবর্ণ জগতাপ। তিনি বলেন, বাড়তি সরবরাহের কারণে গত দুইদিনের পেঁয়াজের দাম কেজিতে ২০ রুপি (স্থানীয় মুদ্রা) কমে গেছে।
সানবিডি/এনজে/২:১০/১২.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













