করোনায় আক্রান্ত হয়েছেন জামাল ভূঁইয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১২ ১৮:৫৮:৩৪


প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

সম্প্রতি ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে গত বৃহস্পতিবার জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। শনিবার পজেটিভ রিপোর্ট আসে।

শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)এ তথ্য জানায়।

এই বিবৃতিতে আরো জানানো হয়, জামালের তেমন কোনো উপসর্গ দেখা যায়নি এবং কাতারের দোহায় একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন তিনি। বাফুফে সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছে এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ রাখছে।

সানবিডি/এনজে/৬:৫৭/১২.১২.২০২০