এশিয়ার বাজারে বেড়েই চলেছে এলএনজির দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১৩ ১৪:৪০:৩১

এশিয়ার দেশগুলোতে শীত বাড়ার সাথে সাথে বাড়ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা। এ বাড়তি চাহিদা জ্বালানি পণ্যটির বাজার পরিস্থিতি চাঙ্গা করে তুলেছে। এ ধারাবাহিকতায় এশিয়ার বাজারে এলএনজির দাম বেড়ে দুই বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে উন্নীত হয়েছে। শীতের প্রকোপ আরো বাড়লে জ্বালানি পণ্যটির বাজার বর্তমানের তুলনায় আরো চাঙ্গা হয়ে উঠতে পারে। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমস।
শীত মৌসুমের সঙ্গে এলএনজির দামের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। শীতের প্রকোপ বাড়লে ঘর গরম করার কাজে এলএনজির চাহিদা বাড়তে শুরু করে। বিশেষত চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দূরপ্রাচ্যের দেশগুলোয় জ্বালানি পণ্যটির চাহিদা সবচেয়ে বেশি বাড়ে। এ সময় দেশে দেশে বিদ্যুতের চাহিদাও থাকে বাড়তির দিকে। ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোও এলএনজি কেনা বাড়িয়ে দেয়। সব মিলিয়ে জ্বালানি পণ্যটির চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। বেড়ে যায় এলএনজির দাম।
এবারো এর ব্যতিক্রম হয়নি। শীত মৌসুম শুরু হতেই এলএনজির চাহিদা ও দাম দুটোই বাড়তে শুরু করেছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে উত্তর-পূর্ব এশিয়ার বাজারে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট বা এমএমবিটিইউ (২৭ দশমিক শূন্য ৯৬ ঘনমিটার) এলএনজির গড় দাম দাঁড়িয়েছে ১১ ডলার ১০ সেন্টে। আগের সপ্তাহের তুলনায় জ্বালানি পণ্যটির গড় দাম মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে ৩ ডলার বেড়েছে। এ সময় ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজির দাম বেড়ে ১০ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এটাই এশিয়ার বাজারে জ্বালানি পণ্যটির সর্বোচ্চ দাম।
সানবিডি/এনজে/২:৩৮/১৩.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













