‘বন্দুকযুদ্ধে’ বাহিনীপ্রধানসহ নিহত ২
প্রকাশ: ২০১৫-১২-২৮ ১২:৫৫:৩২

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খাল এলাকায় আকাশ-বাবু বাহিনীর সঙ্গে র্যাবের ‘বন্দুকযুদ্ধে’ বাহিনীপ্রধান কাশেম আকাশ (৪০) ও উপ-প্রধান ফরিদ মাইজ্জা (৪৫) নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র দুর্ঘটনা ঘটে। নিহত বনডাকাতরা বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে র্যাব জানতে পারে সুন্দরবনের তাম্বুলবুনিয়া এলাকায় আকাশ ও বাবু বাহিনী বৈঠক করছে।
এ সময় র্যাব তাদের ঘেরাও করলে উভয়পক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বাহিনী প্রধান আকাশ ও উপ-প্রধান ফরিদ মাইজ্জার লাশ পাওয়া যায়।
এ সময় ঘটনাস্থল উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৪টি এলজি, ৫টি কাটা বন্দুক, ৬টি একনলা বন্দুক, ২টি এয়ার রাইফেল, ৩৩টি বন্দুকের তাজা কার্তুজ, ১৪৭ রাউন্ড পয়েন্ট টু টু বোর রাইফেলের গুলি, ২৬৪টি এয়ার গানের গুলি, ৩৬টি বন্দুকের ফায়ারকৃত কার্তুজ (খোসা), ৭টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র/রামদা, চাঁদা আদায়ের কার্ড ও বিপুল পরিমাণ রশদ সামগ্রী উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা কাশেম আকাশ ও ফরিদকে বনডাকাত বলে সনাক্ত করে। নিহতদের লাশ মংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানায়।
সানবিডি/ঢাকা/বিএম/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













