বলিউড ছবিতে চুমুর দৃশ্য নতুন কোনো ঘটনা নয়। তবে ইদানীং অনেক তারকা পর্দায় সহশিল্পীর সঙ্গে চুমুতে আপত্তি জানাচ্ছেন। সেসব তারকার দলে এবার নাম লিখিয়েছেন শীর্ষ অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।
এক সময় বলিউড পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতে কোনো সমস্যা অনুভব না করলেও এখন সে জায়গাটি থেকে সরে এসেছেন তিনি। মেয়ের মা হয়েছেন অনেক আগেই। মেয়ে আরাধ্যও বড় হচ্ছে। মেয়ে যখন মায়ের অভিনীত ছবি দেখতে বসবে আর মাকে অন্য পুরুষের সঙ্গে চুমু খেতে দেখবে স্বাভাবিকভাবে তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
ঠিক এই চিন্তা থেকেই আর কোনো ছবিতে তাকে চুম্বনের দৃশ্যে দেখা যাবে না। নিজের এ সিদ্ধান্তের কথা সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছেন ঐশ্বর্য। কিছুদিন আগেই করন জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় তার।
এতে নায়কের সঙ্গে একাধিক চুম্বনের দৃশ্য পরিকল্পনা করা হলেও তাতে আপত্তি জানিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় বলিউডপাড়ায়।