করোনায় সংকটে পশ্চিমবঙ্গের ইস্পাত রফতানি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১৫ ১৪:৫৮:৫০

চলমান মহামারি করোনাভাইরাসের কারণে চলা লকডাউন এবং অন্যতম কাঁচামাল আকরিক লোহার সংকট—এ দুইয়ের জের ধরে গভীর সংকটে পড়েছে পশ্চিমবঙ্গের ইস্পাত শিল্প। এর জের ধরে কমতে শুরু করেছে রফতানিমুখী এ শিল্পের আয়। সংকটের কারণে ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে (এপ্রিল-অক্টোবর) ভারতের এ রাজ্যের ইস্পাত শিল্পের রফতানি আয় সাড়ে ৪ শতাংশের বেশি কমে গেছে। চলমান সংকট বহাল থাকলে পশ্চিমবঙ্গের ইস্পাত শিল্প দীর্ঘমেয়াদে ধুঁকতে পারে বলে মনে করা হচ্ছে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস।
ভারতের সবচেয়ে বেশি ইস্পাত উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান পঞ্চম। রাজ্যটিতে উৎপাদিত ইস্পাতের প্রধান রফতানি বাজার বাংলাদেশ ও নেপাল। করোনাকালে দীর্ঘদিন সীমান্ত বন্ধ থাকায় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের ইস্পাত রফতানি। ভারতের বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে লোহা ও ইস্পাত রফতানি করে পশ্চিমবঙ্গের রফতানিকারকরা সব মিলিয়ে ৬৯ কোটি ৫৩ লাখ ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম। ২০১৯-২০ অর্থবছরের এপ্রিল-অক্টোবর সময়ে লোহা ও ইস্পাত রফতানি করে এ রাজ্য মোট ৭২ কোটি ৮৫ লাখ ডলার আয় করেছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রফতানিমুখী এ শিল্পের আয় কমেছে ৩ কোটি ৩২ লাখ ডলার। ভারতে ১ এপ্রিল নতুন অর্থবছর শুরু হয়।
সানবিডি/এনজে/২:৫৭/১৫.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













