রোববার, ৫ জানুয়ারী ২০২৫
জবি শিক্ষকের বিবাহোত্তর সংবর্ধনা
প্রকাশিত - ডিসেম্বর ২৮, ২০১৫ ৬:৩৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ মাশরিক হাসান মেহেদী ও জবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনিকা তাবাচ্ছুম এর বিবাহোত্তর সংবর্ধনা গতকাল নিউ প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ঢাকার নয়াটোলা মগবাজারের স্থানীয় অধিবাসী মরহুম শামসুল হকের কন্যা অানিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।
অন্যদিকে বাগেরহাট জেলার রাখালগাছি ইউনিয়নের সুনগর গ্রামের শেখ মেছবাউজ্জামান টিটুর জ্যেষ্ঠ পুত্র মাশরিকও একই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। তারা সকলের নিকট দোয়াপ্রার্থী।
সানিবডি/ঢাকা/এসএস
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.