ডিগ্রির ফল প্রকাশ আজ
আপডেট: ২০১৫-০৯-২১ ১৬:০৭:০৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল আজ সোমবার রাতে প্রকাশিত হবে। ওইদিন রাত ৮টায় ফলাফল প্রকাশ করা হবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে রবিবার দুপুরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১ হাজার ৬৮১টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে আনতে গৃহীত ‘ক্রাশ প্রোগ্রাম’ অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এ ছাড়া যে কোনো মোবাইল থেকে nu deg Roll No লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।