পদ্মা সেতু দৃশ্যমান, বিএনপির উচিত সরকারকে ধন্যবাদ দেওয়া

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১৫ ১৯:১৩:১২


সকল স্প্যান বসানোর মাধ্যমে পুরোপুরি দৃশ্যমান পদ্মাসেতু নিয়ে বিএনপির সকল ষড়যন্ত্র ও নেতিবাচক প্রচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন,পদ্মাসেতু যেন না হয় সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। সেসব ষড়যন্ত্রে বিএনপি যুক্ত ছিল।

আজ মঙ্গলবার(১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আজকে রাষ্ট্রের সম্পদ হিসেবে পদ্মাসেতু দৃশ্যমান। সেজন্য বিএনপির উচিত সরকারকে ধন্যবাদ দেওয়া।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ‘পদ্মাসেতু কারো পৈত্রিক সম্পত্তি নয়’ মন্তব্যের জবাবে  তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু অবশ্যই একটি রাষ্ট্রীয় সস্পদ। এই সম্পত্তি রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্যই পদ্মাসেতু আজকে দৃশ্যমান।

সানবিডি/এনজে/৭:১২/১৫.১২.২০২০