
খনিজ সম্পদ কয়লার ক্ষেত্রে ভারত মূলত আমদানিনির্ভর দেশ। এ বছর ভিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারীর কারণে দেশটিতে টানা লকডাউন চলেছে। স্থবির ছিল আমদানি-রফতানি কার্যক্রম। এর প্রভাব পড়েছে দেশটির কয়লা আমদানিতে। মহামারীকালে কার্গো চলাচল সংকুচিত হয়ে আসায় ভারতের প্রধান ১২টি বন্দর দিয়ে জ্বালানি পণ্যটির আমদানি কমে গেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশন (আইপিএ)। খবর আউটলুক ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস।
এ বিষয়ে আইপিএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে (এপ্রিল-নভেম্বর) আন্তর্জাতিক বাজার থেকে প্রধান ১২টি বন্দর হয়ে ভারতে সব মিলিয়ে ৪ কোটি ৮১ লাখ ৬০ হাজার টন তাপ কয়লা (থার্মাল কোল) আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ২২ শতাংশ কম।
একই সময়ে ভারতের বাজারে ৩ কোটি ১৫ লাখ ১০ হাজার টন কোকিং কোল আমদানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে ১৪ দশমিক ৭১ শতাংশ। ভারতে ১ এপ্রিল নতুন অর্থবছর শুরু হয়।
সানবিডি/এনজে/২:৩৫/১৬.১২.২০২০