বিএসআরএম স্টিলস লিমিটেডের ২৪৫ দশমিক ০৫৯ কোটি টাকার জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)। যার মেয়াদ হবে ৪ বছর।
সোমবার বিএসইসির ৫৬২ তম কমিশন সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি জানায়, বন্ডটির বৈশিষ্ট্য হবে- সম্পূর্ণ অবসায়ন যোগ্য, জিরো কুপন বন্ড। বন্ডটি ৪ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। যা করপোরেটস, ফান্ডস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড হাই নেট ওয়র্থ ইনডিভিজুয়ালসকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ বিএসআরএম স্টিলস লিমিটেড তাদের তারল্য চাহিদা পূরণ এবং বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে। বিএসআরএম স্টিলস লিমিটেড জিরো কুপন বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ হাজার টাকা। ডিসকাউন্ট রেট ৯ দশমিক ৫ শতাংশ।
বন্ডটির অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক লিমিটেড এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।