
মিয়ানমার যে সকল পণ্য রফতানি করে তার মধ্যে অন্যতম হচ্ছে চাল।চীন ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকার দেশগুলোয় সবচেয়ে বেশি চাল রফতানি করে মিয়ানমার। চলতি ২০২০-২১ অর্থবছরে দেশটি সব মিলিয়ে ২০ লাখ টন চাল রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ লক্ষ্যের কথা জানা গেছে। খবর সিনহুয়া ও ইলেভেন মিয়ানমার।
বর্তমানে বিশ্বে চাল উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর তালিকায় মিয়ানমারের অবস্থান সপ্তম। দেশটিতে ১ অক্টোবর নতুন অর্থবছর শুরু হয়। চলে পরের বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সেই হিসাবে চলতি ২০২০-২১ অর্থবছর শুরুর প্রায় আড়াই মাস পর এসে চাল রফতানির লক্ষ্য ঘোষণা করল মিয়ানমার সরকার।
এ বিষয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড প্রমোশন বিভাগের পরিচালক মিও থু জানান, অভ্যন্তরীণ বাজারে দাম, রফতানি চাহিদার উত্থান-পতনসহ বিভিন্ন কারণের ওপর চাল রফতানি নির্ভর করে। আমরা আশা করছি, ২০২০-২১ অর্থবছরে মিয়ানমার থেকে ২০ লাখ টন চাল রফতানি করা সম্ভব হবে। যদিও এর আগের অর্থবছরে ২৫ লাখ টনের বেশি চাল রফতানি হয়েছে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মিয়ানমার থেকে খাদ্যপণ্যটির রফতানি প্রায় পাঁচ লাখ টন কমে আসতে পারে।
সানবিডি/এনজে/২:১০/১৭.১২.২০২০