
উদীয়মান অর্থনীতিতে ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা ও দেশীয় বাণিজ্য প্রসারে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে আরো ৫ লাখ ডলারের অনুদান দেবে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতোমধ্যে এ অনুদানের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে বলে বুধবার এডিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে ২০১৮ সালে দেশে অর্থনীতির রূপান্তরের অংশ হিসেবে উদ্ভাবনমূলক জ্ঞান সৃষ্টির লক্ষ্যে ২০ লাখ ডলার অনুদান দেয় সংস্থাটি।
এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন, রফতানী বৈচিত্র্যকরণ ও স্থানীয় সম্পদের ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রবৃদ্ধি ও বর্তমান উন্নয়নের গতি ধরে রাখতে বাংলাদেশকে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ ও আন্তঃদেশীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।
বর্তমানে ডুয়িং বিজনেস সূচকে ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম স্থানে রয়েছে বাংলাদেশ। মনমোহন পারকাশ বলেন, এক্ষেত্রে বাংলাদেশের উন্নতির ব্যাপক সুযোগ রয়েছে।
সানবিডি/এনজে/৩:১০/১৭.১২.২০২০