পেনাল্টি মিসে সমতায় মেসি-রোনালদো!

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৭ ১৯:০৫:০৫


বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার মেসি-রোনালদো।

ফুটবলের এই দুই মহা তারকার ম্যাচসংখ্যা ও গোলসংখ্যায় রয়েছে বিস্তর পার্থক্য রয়েছে। তবে বুধবার রাতে এই দুই মহারথীকে মিলিয়ে দিয়েছে একটি পরিসংখ্যান।  যদিও পরিসংখ্যানটি লজ্জার। সেটা হচ্ছে পেনাল্টি মিসের।

বুধবার রাতে সেরিএ-তে আটলান্টার বিপক্ষে পেনাল্টি থেকে গোল মিস করেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় জুভিরা।

এই পেনাল্টি মিস যোগ করে ফুটবল ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানিয়েছে, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনাল্ডোর এখনও পর্যন্ত ২৬তম পেনাল্টি মিস করেছেন। আর লিওনেল মেসিও এখনও পর্যন্ত ক্যারিয়ারে পেনাল্টি মিস করেছেন ২৬টি।

সানবিডি/এনজে/৫:৫৬/১৭.১২.২০২০