রাজশাহী বিশ্ববিদ্যালয় বদ্ধভূমির পাশে ট্রেনের ধাক্কায় শাকিলা (১৭) নামের এক প্রতিবন্ধী যুবতীর মৃত্যু ঘটেছে। রবিবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শাকিলা পশ্চিম বুদ পাড়ার মো.শহিদুল এর বড় মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটির মৃগী রোগ ছিল। সে মাঝে মধ্যেই পানিতে লাফিয়ে পড়তো। এছাড়া তার মাথায় কিছুটা সমস্যা ছিল। গতকাল দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। রেল লাইন পার হওয়ার সময় খেয়াল না করায় আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে ধাক্কা খেয়ে পাশে ছিটকে পড়ে। এসময় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মারা যায়। এ মৃত্যুতে শাকিলার পিতা কোন ধরনের অভিযোগ করেননি।
জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পুলিশের রাজশাহী থানার উপ-পরিদর্শক আব্দুল মোমিন সরকার বলেন, ‘ ছোটবেলা থেকেই মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। এর আগেও সে আগুনে হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলে। ধারনা করা হচ্ছে অসাবধানতাবশত রেল লাইন পার হতে গিয়ে সে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। মেয়ের মৃত্যুতে শাকিলার পিতা কোন ধরনের অভিযোগ করেননি। শাকিলার বাবা যেহেতু কোন অভিযোগ করেনি তাই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ