মেসি-রোনালদোকে ছাড়িয়ে বর্ষসেরা লেওয়ানডোস্কি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৮ ০৯:৩০:২৪

সময়ের অন্যতম দুই সেরা তারকা মেসি-রোনাল্ডোকে পেছনে ফেলে এ বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন রবার্ট লেওয়ানডোস্কি। ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
এবার ফুটবলের দুই মহাতারকাকে ছাপিয়ে সেরার দৌড়ে এগিয়ে গেছেন লেওয়ানডোস্কি।
২০২০ সাল তিনি বায়ার্নের হয়ে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপের ত্রিমুকুট জিতেছেন।
গত মৌসুমে সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল ছিল তার। সব মিলিয়ে করেছেন ৫৫ গোল। সে তুলনায় মেসি ও রোনাল্ডোর বছরটা অনুজ্জ্বলই গেছে। রোনাল্ডো তবু জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জিতেছেন, মেসি কিছুই জেতেননি গত মৌসুমে।
সানবিডি/এনজে/৯:৩০/১৮.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












