নতুন বছরে ধোনির ফ্যানদের জন্য সুখবর। ২ সেপ্টেম্বর রিলিজ হচ্ছে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে তৈরি ফিল্ম, ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। সোমবার টুইটারে এ কথা জানিয়েছেন ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত।
ভারতকে দু-দু’বার বিশ্বকাপ এনে দেওয়া ক্রিকেট অধিনায়কের জীবনী নিয়ে ফিল্ম তৈরি করছে ফক্স স্টার স্টুডিও এবং রীতি স্পোর্টস। নির্দেশনায় ধোনির ঘনিষ্ঠ বন্ধু নীরাজ পাণ্ডে। খড়গপুরের এক রেলের টিকিট কালেক্টর থেকে ধোনি হয়ে ওঠার মতো নানা অজানা গল্প রয়েছে ‘ধোনি:দ্য আনটোল্ড স্টোরি’তে। চলতি মাসেই খড়গপুরের রেল কোয়ার্টারে শুটিং হয়েছে।
ধোনির ভূমিকায় অভিনয় করছে বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত। ধোনির স্ত্রী সাক্ষীর ভূমিকায় অভিনয় করছেন কিয়ারা আদভানী। আর ধোনির বাবার চরিত্রে দেখা যাবে বলিউডের নামকরা অভিনেতা অনুপম খেড়কে।
সানবিডি/ঢাকা/রাআ