দৈনিক ৯৩ হাজার ব্যারেল রফতানি বাড়িয়েছে সৌদি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৯ ১৬:৩২:০৩

বৈশ্বিক বাজারে দরপতনের লাগাম ধরে রাখতে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন সীমিত রাখার প্রচেষ্টায় সবচেয়ে সোচ্চার কণ্ঠ সৌদি আরবের। তবে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানিতে এর প্রভাব দেখা যায়নি। গত অক্টোবরে সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি আগের মাসের তুলনায় দৈনিক গড়ে ৯৩ হাজার ব্যারেল বেড়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জয়েন্ট অর্গানাইজেশনস ডাটা ইনিশিয়েটিভের (জেওডিআই) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
বর্তমানে সৌদি আরব বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ। জেওডিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৬১ লাখ ৫৯ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। সেপ্টেম্বরে সৌদি আরব থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৬০ লাখ ৬৬ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে জ্বালানি পণ্যটির দৈনিক গড় রফতানি ৯৩ হাজার ব্যারেল বাড়িয়েছে সৌদি আরব।
সানবিডি/এনজে/৪:২৮/১৯.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













