মহামারিতে কমেছে স্কুল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৯ ১৭:১৬:১৬

মহামারি করোনাভাইরাসের কারণে অন্যান্য অর্থনৈতিক সূচকের মতোই কমে এসেছে স্কুল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি। জুন প্রান্তিকের তুলনায় হিসাব ও আমানতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে চলমান মহামারি। বাংলাদেশে ব্যাংকের তথ্য অনুযায়ী, মাত্র তিন মাসের ব্যবধানে স্কুল ব্যাংকিংয়ে হিসাব সংখ্যার প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা অন্যান্য প্রান্তিকের তুলনায় অনেক কম।
এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে মোট ৫৫টি ব্যাংক। চলতি বছরের সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের স্কুল ব্যাংকিং হিসাবে শিক্ষার্থীদের জমা টাকার পরিমাণ এক হাজার ৮২১ কোটি ৪০ লাখ টাকা। শিক্ষার্থীদের মোট অ্যাকাউন্টের সংখ্যা ২৪ লাখ ৫০ হাজার ৫৬৪টি।
হিসাব অনুযায়ী, জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর শেষে অ্যাকাউন্টের পরিমাণ বেড়েছে মাত্র শূন্য দশমিক ৭৮ শতাংশ এবং আমানত বেড়েছে ৩ দশমিক ৩২ শতাংশ। বৃদ্ধির এই হার বছরের অন্যান্য বছরের তুলনায় তিন শতাংশের বেশি থাকে। গত জুন প্রান্তিকে মোট হিসাব সংখ্যা ছিল ২৪ লাখ ৩১ হাজার ৬০২ জন শিক্ষার্থীর, মোট আমানতের সংখ্যা ছিল এক হাজার ৭৬২ কোটি ৮২ লাখ টাকা। মার্চ প্রান্তিকে জুনের তুলনায় হিসাব সংখ্যা বেড়েছিলো ৪ দশমিক ৪০ শতাংশ।
সানবিডি/এনজে/৫:১৬/১৯.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













