৩৬ রানে অলআউট হয়ে যা বললেন কোহলি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৯ ১৮:২০:১৬


ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন লজ্জাজনক দিন আর আসেনি।অষ্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টের মতো ঐতিহ্যবাহী ফরমেটে ৩৬ রানেই অলআউট হয়ে গেল বিরাট কোহলির দল। যা কিনা তাদের টেস্ট ইতিহাসের সর্বনিন্ম দলীয় সংগ্রহ। যে কোনো দলের হিসেবে চতুর্থ সর্বনিন্ম।

অথচ অ্যাডিলেডের এই ম্যাচে ভারত প্রথম ইনিংসে বড় ব্যবধানে এগিয়েই ছিল। ২৪৪ রানে গুটিয়ে গেলেও অস্ট্রেলিয়াকে ১৯১ রানে আটকে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল তারা। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট এবং তৃতীয় দিনেই ৮ উইকেটের অপ্রত্যাশিত হার।

এমন লজ্জার এক পারফরম্যান্সের পর আর কীইবা বলার থাকতে পারে! কোহলি বলার ভাষা হারিয়ে ফেলেছেন, কোনো অজুহাত দাঁড় করাচ্ছেনও না। তার মতে, উইকেট বা অন্য কিছুর দোষ নয়, তারা হার মেনেছেন মানসিকতায়।

এ বিষয়ে কোহলি বলেন, ‘এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা ৬০ রানের মতো লিড নিলাম আর কিনা হুড়মুড়িয়ে ভেঙে পড়লাম! যখন আপনি দুদিন কঠোর পরিশ্রম করে নিজেদের শক্তিশালী অবস্থানে নিয়ে গেলেন, সেখান থেকে মাত্র একটি ঘন্টাতেই এমন জায়গায় নেমে গেলেন, যেখান থেকে জয় পাওয়া আসলে অসম্ভব।’

সানবিডি/এনজে/৬:১৯/১৯.১২.২০২০