বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বালক আহত
প্রকাশ: ২০১৫-১২-২৮ ২১:৩৫:০৫

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হল পাঁচ বছরের এক বালক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ভারতের বীরভূমের রামপুরহাট জেলার বাগতুই গ্রামে। পুলিশ জানায়, জখম ওই বালকের নাম বাপন শেখ। বাগতুই গ্রামেরই বাসিন্দা সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাপন বাড়ির পাশের মাঠে খেলছিল। মাঠে পড়েছিল একটি বোমা। সেটিকে বল ভেবে হাতে তুলে খেলতে শুরু করে বাপন। সেই সময়ই তার হাতের মধ্যে সশব্দে ফেটে যায় বোমাটি। গুরুতর জখম হয় বাপন। তার পা, মুখ ও পেটের কিছুটা অংশ পুড়ে যায়।
তারপর বিস্ফোরণের শব্দ শুনে বাপনের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যান এবং তাকে উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় বাপন বর্তমানে রামপুরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। গ্রামের মধ্যে কীভাবে এই বোমা এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













