যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ১ লাখ টন গম পাঠালো রাশিয়া
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২০ ১৪:৫৯:১৬

অনাকাঙ্খিত যুদ্ধের কবলে পড়ে খাবার সংকটে পড়েছে একসময়ের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ সিরিয়া।এক দশকের যুদ্ধ দেশটির অর্থনীতিকে যেমন বিপর্যস্ত করেছে, তেমনি গভীর মানবিক সংকটে ফেলেছে মধ্যপ্রাচ্যের দেশটির সাধারণ মানুষকে। এ পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়িয়েছে মিত্র দেশ রাশিয়া। সংকট মোকাবেলায় দামেস্কে নিয়মিত গম পাঠানো অব্যাহত রেখেছে মস্কো। এর অংশ হিসেবে চলতি বছর সিরিয়াকে মানবিক সহায়তা হিসেবে প্রায় এক লাখ টন গম দিয়েছে রাশিয়া। রুশ সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।
এ বিষয়ে বেসরকারি সহায়তা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের বুকে খাদ্য সংকটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে সিরিয়া। দেশটির প্রায় ৯৩ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। জনগণের খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় হিমশিম খাচ্ছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সরকার।
প্রায় এক দশকের যুদ্ধ সমৃদ্ধ সিরিয়াকে আজ এমন গভীর মানবিক সংকটের মুখে দাঁড় করিয়েছে। সিরিয়া সংকট বহুপক্ষীয়। এতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, ইরান, ইসরায়েলসহ অনেক দেশ সরাসরি জড়িত। এ সংকটে সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদকে প্রত্যক্ষ সমর্থন জুগিয়ে যাচ্ছে রাশিয়া। স্বাভাবিকভাবে চলমান মানবিক সংকট কমিয়ে আনতে বন্ধু বাসার সরকারের পাশে দাঁড়িয়েছে মস্কো।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার মানবিক সংকট নিরসনে নিয়মিত খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া। এর অংশ হিসেবে চলতি বছর এরই মধ্যে দামেস্কে এক লাখ টন গম পাঠানো হয়েছে।
সানবিডি/এনজে/২:৫৫/২০/১২/২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













