ওয়াশ সুবিধায় ১৮৩৩ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২০ ১৮:৪০:৪৩


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামীণ অঞ্চলে ওয়াশ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে বড় ধরনের আর্থিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাত ধোয়া, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন সুবিধা মিলবে। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা।

প্রকল্পটি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে যাবে ৫০ কোটি ৮২ লাখ টাকা। আর ঋণ হিসেবে বিশ্বব্যাংক দেবে ১ হাজার ৮৩২ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প।’

দেশের ৩০ জেলার ৯৮ উপজেলায় নতুন বছরের প্রথম থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এই প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করবে। প্রকল্প বাস্তবায়ন শেষ হবে ২০২৫ সালে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সানবিডি/এনজে/৬:৪০/২০.১২.২০২০