৭২ হাজার মামলা ভার্চুয়াল কোর্টে নিষ্পত্তি হয়েছে: আইনমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২০ ১৮:৫৯:৩৬

মহামারি করোনাকালীন পরিস্থিতিতে দেশে ভার্চুয়াল কোর্ট চালু হওয়ার পরে ৭২ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
আজ রোববার (২০ ডিসেম্বর) সরকারি কৌশলী জিপি ও পাবলিক প্রসিকিউটর পিপিদের নিয়ে ২২তম এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভার্চুয়ালি এ প্রশিক্ষণের আয়োজন করে।
এ সময় তিনি বলেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনার পদক্ষেপগুলি অত্যন্ত প্রশংসিত হয়েছে। ভার্চুয়াল কোর্ট চালু হওয়ার পরে ৭২ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। এতে সারাবিশ্বে আমাদের মুখ উজ্জ্বল হয়েছে।
সকল ধরণের দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স অবস্থার কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালত অঙ্গনে দুর্নীতি সংক্রান্ত সকল ট্রাডিশনাল প্রাক্টিস পরিহার করুন। সততা ও দক্ষতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করুন।
সানবিডি/এনজে/৬:৫৭/২০.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













