অষ্টম জাতীয় বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অবনমনের সিদ্ধান্ত থেকে সরে আসার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যাংকের ক্ষুব্ধ কর্মকর্তারা। সোমবার ব্যাংক চত্বরে তিন দিনব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণার সময় তারা সরকারের প্রতি এই হুঁশিয়ারি দেন। তিন দিনব্যাপী আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার ও বুধবার মানববন্ধন এবং বৃহস্পতিবার প্রতীকী কলম বিরতি। এছাড়া কালোব্যাজ ধারণ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, অষ্টম বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংক ও এর কর্মকর্তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। এর প্রতিবাদে আমরা আজ মানববন্ধন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
কাউন্সিলের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান মোল্লা বলেন, বৈষম্যের প্রতিবাদে আমাদের কর্মসূচি চলছে, চলবে। আন্দোলনরে ভাষা বুঝে গভর্নর আমাদের বক্তব্যে সরকার প্রধানের কাছে পৌঁছে দেবেন বলে প্রত্যাশা করছি। এর আগে এক লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫-এর গেজেটে বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মর্যাদা পৃথকভাবে উল্লেখ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’ পদকে জাতীয় স্কেলে প্রথম গ্রেডে উন্নীতকরণ এবং অন্যান্য পদের বেতন গ্রেড ক্যাডার সার্ভিসের পদবিন্যাস অনুযায়ী নির্ধারণ করতে হবে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকে যোগদানকারী সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদ জাতীয় স্কেলে ৯ম গ্রেডের পরিবর্তে ক্যাডার সার্ভিস ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় ৮ম গ্রেডে নির্ধারণ করার দাবি জানানো হয়।