
কাল শুরু হতে যাচ্ছে ২০২০-২১ মৌসুমের বাংলাদেশ ফেডারেশন কাপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত বাংলাদেশ ফেডারেশন কাপের ৩২ আসর অনুষ্ঠিত হবে।
এবারের আসরে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ওয়ালটন। প্রতিযোগিতাটি ‘ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০’ নামে নাম করন করা হয়েছে।
এই আসর 'গ্রুপ' ও 'নক-আউট' পদ্ধতিতে মোট চারটি গ্রুপে পূর্ব মৌসুমের প্রিমিয়ার লীগের ১৩ টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার এই আসর ২০২০ সালের ২২ ডিসেম্বর শুরু হয়।
প্রতিযোগিতার প্রতিটি খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই আসরের বিজয়ী দল ২০২২ এএফসি কাপের প্রাথমিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে।
প্রতিযোগিতার ১৩টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড-রবীন লীগ পদ্ধতিতে প্রতিদন্দ্বীতা করবে।
প্রত্যেক গ্রুপের পয়েন্ট তালিকার সেরা দুই দল, নিয়ে মোট আট দল নক-আউট পর্ব তথা কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনাল বিজয়ী চারটি দল খেলবে সেমিফাইনাল উঠবে। সেমি ফাইনাল বিজয়ীরা ফাইনালে খেলার জন্য উত্তীর্ণ হবে। নিয়ে ফাইনাল খেলার জয়ী দল শিরোপাধারী দল হিসেবে গণ্য হবে।
প্রতিযোগিতায় কোন তৃতীয় স্থান নির্ধারণী খেলা রাখা হয়নি। প্রথম বারের মত ফিফার সাময়িক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ জন খেলোয়াড় বদলির সুযোগ রাখা হয়।
ফেডারেশন কাপের ৩২তম আসের বাংলাদেশের ওয়ালটন গ্রুপসহ প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড এই আসরের সহযোগী পৃষ্টপোষক হিসেবে অর্থায়ন করেছে।
অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ বাবদ ২ লাখ টাকা পাবে। শিরোপাজয়ী ও রানার্সআপ দলকে ৫ লাখ ও ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। দলগত অর্থ প্রদানের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের জন্য প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, প্রতিযোগিতার সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষকের জন্য পৃথক পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে (বাফুফে)।
ফেডারেশন কাপ ২০২০-২১-এর সকল খেলা ২০২০ সালের ২২ ডিসেম্বর হতে ২০২১ সালের ৯ জানুয়ারিতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
অংশ গ্রহণকারী দল ও গ্রুপের তালিকা সমুহ
গ্রুপ 'এ'
শেখ রাসেল ক্রীড়া চক্র
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
গ্রুপ 'বি'
সাইফ স্পোর্টিং ক্লাব
আরামবাগ ক্রীড়া সংঘ
ব্রাদার্স ইউনিয়ন
উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব
গ্রুপ 'সি'
বসুন্ধরা কিংস
চট্টগ্রাম আবাহনী লিমিটেড
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি
গ্রুপ 'ডি'
ঢাকা আবাহনী লিমিটেড
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকা
সানবিডি/নাজমুল