বিএনপি বাণিজ্যর জন্য দেশ বিক্রি করে দিতে পারে: তথ্যমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২১ ১৭:০৯:০৬

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছে, বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বললেন দলটির জেলা পর্যায়ে কমিটি করার জন্য সেখানে কমিটি বাণিজ্যিক হচ্ছে। যারা এমন কমিটি করার সময় বাণিজ্য করে তারা যদি দেশের দায়িত্ব পায় তবে দেশটা তো তারা বাণিজ্যের জন্য বিক্রি করে দিতে পারে। যারা জেলা কমিটি নিয়ে বাণিজ্য করে তারা ক্ষমতায় আসলে দেশ নিয়েও বাণিজ্য করবে।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জননেতা আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী এবং চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, মেজর হাফিজ সাহেবকে যেভাবে নোটিশ দিয়ে অপমান করা হয়েছে, সেটার জবাব তিনি জনসম্মুখে দিয়েছেন। সেখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। মেজর হাফিজ বলেছেন, বিএনপিতে কমিটি বাণিজ্য হচ্ছে। বিএনপির হাতে দেশ ও দল নিরাপদ নয়।
সানবিডি/এনজে/৫:০৯/২১.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













