পুঁজিবাজারে আসছে বেস্ট লাইফ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২১ ২২:৩৪:০৫
পুঁজিবাজারে আসতে চায় দেশের দেশের অন্যতম বীমা কোম্পানি বেস্ট লাইফ। এই জন্য কোম্পানিটি দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিবিআইএল) চুক্তি করেছে।
সম্প্রতি কোম্পানিটির প্রধান কার্যালয় মতিঝিলে দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। কোম্পানিটি বাজার থেকে ১৫ কোটি টাকা নিতে চায়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা। আগামী ৩১ ডিসেম্বর,২০২০ এর আর্থিক প্রতিবেদন দিয়ে আইপিও’র আবেদন জমা দিতে চায় কোম্পানিটি।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন পিবিআইএলের ভারপ্রাপ্ত প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) খন্দকার রায়হান আলী এফসিএ ও বেস্ট লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম সোলায়মান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ও ফয়সাল রহমান, পিবিআইএল এর ইস্যু ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এইচ.এ. মামুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।