
ফেডারেশন কাপের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) শুরু হচ্ছে নতুন ঘরোয়া মৌসুম। ১০ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।
এবারের আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে দেশের শীর্ষ ১৩টি ক্লাব অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপে তিনজন করে অংশ নিলেও ‘বি’ গ্রুপ থাকছে চারটি দল। সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে গ্রুপটিতে লড়বে আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা।
‘এ’ গ্রুপে শেখ রাসেল, শেখ জামাল, বাংলাদেশ পুলিশ খেলবে। অন্যদিকে ‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ এমএফএস। একই গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ‘ডি’ গ্রুপের অপর দল হিসেবে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচিই বসবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ৭৫ শতাংশ ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টস।
ফেডারেশন কাপে কে কোন গ্রুপে...
গ্রুপ ‘এ’
শেখ রাসেল, শেখ জামাল, বাংলাদেশ পুলিশ
গ্রুপ ‘বি’
সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা
গ্রুপ ‘সি’
বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ
গ্রুপ ‘ডি’
ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা কেসি, ঢাকা মোহামেডান।
ফেডারেশন কাপের সূচি
গ্রুপ পর্ব
২২ ডিসেম্বর
বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ (সন্ধ্যা ৫টা ৩০)
২৩ ডিসেম্বর
সাইফ স্পোর্টিং ও উত্তর বারিধারা (বিকেল ৩টা ১৫)
আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়ন (সন্ধ্যা ৫টা ৪৫)
২৪ ডিসেম্বর
শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশ (বিকেল ৪টা ৪৫)
ঢাকা আবাহনী ও মোহামেডান (রাত ৭টা ১৫)
২৫ ডিসেম্বর
রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী (সন্ধ্যা ৬টা)
২৬ ডিসেম্বর
উত্তর বারিধারা ও আরামবাগ (সন্ধ্যা ৫টা ১৫)
সাইফ স্পোর্টিং ও ব্রাদার্স ইউনিয়ন (রাত ৮টা)
২৭ ডিসেম্বর
মোহামেডান ও মুক্তিযোদ্ধা (বিকেল ৩টা ১৫)
পুলিশ ও শেখ জামাল (সন্ধ্যা ৫টা ৪৫)
২৮ ডিসেম্বর
চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংস (সন্ধ্যা ৫টা)
২৯ ডিসেম্বর
ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা (বিকেল ৩টা ১৫)
সাইফ স্পোর্টিং ও আরামবাগ (সন্ধ্যা ৫টা ৪৫)
৩০ ডিসেম্বর
মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনী (বিকেল ৩টা ১৫)
শেখ জামাল ও শেখ রাসেল (সন্ধ্যা ৫টা ৪৫)
প্রথম কোয়ার্টার ফাইনাল
১ জানুয়ারি
গ্রুপ এ চ্যাম্পিয়ন গ্রুপ সি রানার্স-আপ
(বিকেল ৪টা)
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল
২ জানুয়ারি
গ্রুপ বি চ্যাম্পিয়ন গ্রুপ ডি রানার্স-আপ
(বিকেল ৪টা)
তৃতীয় কোয়ার্টার ফাইনাল
৩ জানুয়ারি
গ্রুপ সি চ্যাম্পিয়ন গ্রুপ এ রানার্স-আপ
(বিকেল ৪টা)
চতুর্থ কোয়ার্টার ফাইনাল
৪ জানুয়ারি
গ্রুপ ডি চ্যাম্পিয়ন গ্রুপ বি রানার্স-আপ
(বিকেল ৪টা)
প্রথম সেমিফাইনাল
৬ জানুয়ারি
(বিকেল ৪টা)
দ্বিতীয় সেমিফাইনাল
৭ জানুয়ারি
(বিকেল ৪টা)
ফাইনাল
১০ জানুয়ারি
(বিকেল ৪টা)
সানবিডি/নাজমুল