
অষ্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টে ইনিংসে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড গড়েছেন কোহলিরা। বিষয়টি যতটা না বিব্রতকর ততটাই অবিশ্বাস্য। দলটিতে বর্তমানে বিশ্বের সেরা ব্যাটিং অর্ডার থাকা সত্ত্বেও এমন বাজে পারফরম্যান্সে স্বভাবতই হতাশা ভর করেছে খেলোয়াড়দের মধ্যে।
অষ্ট্রেলিয়ার প্যাট কমিন্স, স্টার্ক, হ্যাজলউডের গতি এবং সুইংয়ের সামনে পরাস্ত ভারতের ব্যাটিং লাইনআপ। এর ওপর আবার আরেক দুঃসংবাদ। অধিনায়ক বিরাট কোহলি আগামী দুই টেস্টে খেলছেন না। আর তাই বাকি ম্যাচগুলোয় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সাবেকরা। দিলীপ ভেংসরকার যেমন চান দ্রুতই রাহুল দ্রাবিড়কে পাঠানো হোক অস্ট্রেলিয়ায়-
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। নেট অনুশীলনে তার উপস্থিতি আত্মবিশ্বাসের তলানিতে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের উদ্বুদ্ধ করবে বলে মনে করেন ভেংসরকার।
এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে দ্রাবিড়ের চেয়ে ভালো আর কেউই ভারতীয় ব্যাটসম্যানদের সাহায্য করতে পারবে না। বিসিসিআইয়ের উচিত– রাহুলকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানো। সে অস্ট্রেলিয়াতে গিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের সাহায্য করুক। অস্ট্রেলীয় কন্ডিশনে যেখানে বল প্রচণ্ড সুইং করে, সেখানকার কন্ডিশন সম্পর্কে রাহুলের চেয়ে ভালো কেউ জানে না। রাহুলই পারে ভারতীয় ব্যাটসম্যানদের দারুণভাবে সাহায্য করতে। নেটে তার উপস্থিতি দলকে উদ্বুদ্ধ করতে পারে।’
সানবিডি/এনজে/৩:১২/২২.১২.২০২০