শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২২ ১৭:৪৮:০৭

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজে পর পর দুই ম্যাচে হেরে তিন ম্যাচের সিরিজটি আগেই খুইয়েছিল পাকিস্তান। শেষ টি-টোয়েন্টি হারলে হোয়াইটওয়াশ হতে হতো সফরকারীদের। তবে এই ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দারুণ এক ইনিংসের কল্যাণে সেটা হয়নি। নেপিয়ারে নিউজিল্যান্ডকে আজ ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান।
এই ম্যাচে আগে ব্যাটিং করে ১৭৩ রান তোলে স্বাগতিক নিউজিল্যান্ড।
পরে জবাব দিতে নেমে শুরু থেকেই দারুণ গতিতে এগিয়েছে পাকিস্তান। তরুণ ওপেনার হায়দার আলি ৯ বলে ১১ করে ফিরলে দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রান তোলেন ফর্মে থাকা মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ রিজওয়ান। হাফিজ ২৯ বলে ২ চার ৩ ছয়ে ৪০ রান করে ফিরলে রিজওয়ান পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যায়।
তবে শেষদিকে দ্রুত চার উইকেট পড়লে বিপদে পড়ে যায় পাকিস্তান। সাতে নেমে ৭ বলে ১৪ রান করে সেই বিপদ কাটিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার রিজওয়ান ৮৯ রান করেছেন ৫৯ বল খেলে। তার ইনিংসে চার ১০টি, ছক্কা ৩টি। ১৯.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭৭ রান তুলে ফেলে পাকিস্তান।
সানবিডি/এনজে/৫:৪৭/২২.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












