
বিদেশে রফতানির পরিমাণ বৃদ্ধি ও বেকারত্ব মোকাবেলার বৃহৎ লক্ষ্য অর্জনে বৃক্ষরোপণ ও মধু উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ লক্ষ্যে তিনি ‘বিলিয়ন ট্রি হানি ইনিশিয়েটিভ’ নামের একটি উদ্যোগের উদ্বোধন করেছেন। মৌমাছি চাষ থেকে শুরু করে মধু বিক্রি পর্যন্ত প্রক্রিয়াকরণে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয় ঘটিয়ে দেশটি বার্ষিক ৭০ হাজার টন মধু উৎপাদনের আশা করছে। খবর সিনহুয়া।
এ বিষয়ে ইমরান খান বলেন, মধু উৎপাদন বৃদ্ধির এ প্রকল্প স্থানীয় সম্প্রদায়ের সুবিধার্থে চালু করা হয়েছে। মধু উৎপাদন প্রক্রিয়া এবং তা রফতানিতে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রীর টেন বিলিয়ন ট্রি প্রোগ্রামের আওতায় মৌমাছির বসবাসের উপযুক্ত গাছ লাগানো হচ্ছে। বেশি বেশি গাছ লাগানো, উৎপাদিত মধুর মান বাড়ানো, মৌমাছি পালনকারীদের জীবিকা নির্বাহ ও আর্থিক সংস্থানের মাধ্যমে এটির কার্যক্রম বজায় রাখার জন্য সরকার কার্যকর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এ প্রকল্পের আওতায় ১০ হাজার মৌমাছি পালনের মতো সক্ষমতা তৈরি করা হবে। প্রতি বছর উৎপাদন হবে ৭ হাজার ৫০০ টন মধু। আধুনিক মৌমাছি পালনে গিয়ার ব্যবহার, প্রযুক্তি, প্রশিক্ষণ, মানোন্নয়ন, পণ্যের সনদ প্রদান ও নিবিড় বিপণন ব্যবস্থার মাধ্যমে বার্ষিক মধু উৎপাদন ৭০ হাজার টনে উন্নীত করা যেতে পারে। ৭০ হাজার টন মধুর বিপণন জাতীয় অর্থনীতিতে ২১ কোটি ৮০ লাখ থেকে ২৬ কোটি ৭০ লাখ ডলার যুক্ত করবে এবং প্রায় ৮৭ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবে।
সানবিডি/এনজে/২:২৭/২৩.১২.২০২০