সিলন চা রফতানিতে জিএমপি লাইসেন্স বাধ্যতামূলক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৩ ১৬:০৬:৩৩

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার চা শিল্পের ১৫০ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে।এই সিলন চা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু কয়েক বছর ধরে গৌরবের এ ইতিহাসে ভাটা পড়ছে। নতন করে পানীয় পণ্যটির মান ও গুণাগুণ বজায় রাখার প্রয়াসে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে হাঁটছে দক্ষিণ এশিয়ার এ দ্বীপরাষ্ট্র। এরই অংশ হিসেবে নতুন বছর থেকে সিলন চা রফতানিতে যুক্ত কারখানাগুলোর জন্য গুড ম্যানুফ্যাকচারিং পলিসি বা ভালো উৎপাদন নীতি (জিএমপি) সনদ বাধ্যতামূলক করেছে টি বোর্ড অব শ্রীলংকা। খবর সিনহুয়া।
জিএমপি সনদ পেতে হলে প্রস্তুতকারকদের অবশ্যই তাদের পণ্যগুলো ব্যাচ থেকে ব্যাচ পর্যন্ত উচ্চতর মান পূরণ করতে হবে। প্রতিটি শিল্পকে নিয়ন্ত্রণ করা জিএমটির বিষয়গুলো আলাদা হতে পারে। তবে এটির মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীর সম্ভাব্য ক্ষতি রোধ করা।
বর্তমানে শ্রীলংকার চা রফতানি কারখানাগুলোর মধ্যে কেবল ৮০ শতাংশের জিএমপি সনদ রয়েছে। মানসম্পন্ন ব্যবস্থার কার্যকর ব্যবহারের মাধ্যমে রফতানিতে যুক্ত সম্প্রদায়কে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
এ বিষয়ে টি বোর্ড অব শ্রীলংকার চা কমিশনার ইএজেকে এদিরিসিং বলেন, ২০১৯ সালে দেশের চা শিল্পকে বাধ্যতামূলক জিএমপি সনদের বিষয়ে অবহিত করা হয়েছিল। এখন এটি ২০২১ সাল থেকে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী বছরের জন্য লাইসেন্স নবায়ন করার সময় রফতানিতে যুক্ত কারখানাগুলোকে অবশ্যই জিএমপি সনদ নিতে হবে।
সানবিডি/এনজে/৪:০৬/২৩.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













