
স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়োদলিদের বিপক্ষে আবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।এই ম্যাচে তিনি নিজে করলেন এক গোল, সতীর্থের এক গোলে রাখলেন সরাসরি অবদান এবং বানিয়ে দিলেন অন্য আরেকটি গোল।তার জাদুকরী খেলার দিন চিরচেনা রূপে ফিরেছে বার্সাও।
মঙ্গলবার রাতে ভায়োদলিদের মাঠ থেকে ৩-০ গোলের সহজ জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। এ জয়ে রেকর্ড ৬৪৪তম গোলটি করেছেন মেসি। এছাড়া অবদান রেখেছেন ক্লেমেন্ত লংলে ও মার্টিন ব্রাথওয়েটের করা গোলেও।
এই ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখেছিল বার্সেলোনা, গোলের জন্য আক্রমণ করেছে অন্তত ২১ বার। যেখানে লক্ষ্য বরাবর ছিল ১০টি শট। কিছু লক্ষ্যভ্রষ্ট শট কিংবা দুর্বল ফিনিশিং না হলেও জয়ের ব্যবধান অনায়াসেই ৪-০ বা ৫-০ হতে পারতো।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মেসির এটি ৬৪৪তম গোল। যার সুবাদে তিনি গড়লেন এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। এতদিন ধরে রেকর্ডটি ছিল পেলের দখলে, সান্তোসের হয়ে সর্বোচ্চ ৬৪৩ গোল করেছিলেন তিনি। এবার সে রেকর্ড ভেঙে দলের জয়ও নিশ্চিত করেছেন মেসি।
সানবিডি/এনজে/৪:৩৮/২৩.১২.২০২০